
হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদার কালীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথকভাবে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন।
নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল। কালীগঞ্জ উপজেলা, পৌর এবং কলেজ শাখার আয়োজনে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করে ছাত্রদল। ছাত্রদলের এক অংশের সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
অপরঅংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।কালীগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বেলা ১১ টায় এক বর্ণাঢ্য র্যালী বের করে। এছাড়াও রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শুভ আহমেদ জনি, পৌর ছাত্রদলের আহবায় জুয়েল রানা প্রমুখ।
ছাত্রদলের অপরাংশ হাসপাতাল রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সকাল ১০ টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে । এরপর রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং বিকেলে শহরে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিপুল খান,জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক এশফাকুর রহমান শফিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু তাহের হিরু, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, রাকিব হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাওন আহমেদ, প্রমুখ।জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ পত্নি মুর্শিদা জামান পপির নির্দেশনায় তার অনুসারী ছাত্রদলের নেতা কর্মীরা শহরে একটি র্যালী বের করে।