Sunday, July 13, 2025

নড়াইলে ঐতিহ্যবাহী শতবর্ষীয় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় পুরস্কার পেল অর্ধ শতাধিক শিক্ষার্থী

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলের ঐতিহ্যবাহী শতবর্ষীয় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। সারা বছরের মুল্যায়নে যে সকল শিক্ষার্থী ভাল ফলাফল করেছে তাদেরকে ক্রেষ্ট ও ফুল দিয়ে পুরষ্কৃত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন।

নতুন ফলাফলের সাথে পুরষ্কার পেয়ে আনন্দিত ও গর্বিত শিক্ষার্থী ও অভিবাবকেরা। মেধাবী ছাত্রদের এই পুরষ্কার দেওয়ায় তারা (ছাত্ররা) লেখাপড়ায় বেশি উৎসাহিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে একে অপরের থেকে ভাল ফলাফল করার জন্য এক ধরনের প্রতিযোগিতা শুরু হবে বলে মনে করছেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ শিক্ষানুরাগীরা।

৩০ ডিসেম্বর (সোমবার) সকালে ৩য় শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শিফট এর সকল শ্রেনির সকল শাখার ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রত্যেক ছাত্রকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ও ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন।

এছাড়া প্রভাতী শিফট এবং দিবা শিফট সর্বোচ্চ নম্বর অর্জনকারী ৪ জন শিক্ষার্থীকেও বিশেষ ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় প্রভাতী শিফট প্রাথমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী হিসাবে ৫ম শ্রেনীর মুস্তাফা আনজুম, মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী হিসাবে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মঞ্জুর হাসানের ছেলে ৭ম শ্রেনীর শিক্ষার্থী মো: খালিদ হাসান এবং দিবা শিফট প্রাথমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী হিসাবে ৩য় শ্রেনীর অস্মিত চক্রবর্তী এবং মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী হিসাবে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী আল ইমরানকে বিশেষ ক্রেষ্ট প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন এবং মো: আকবর আলীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্র’তিবাদে বি’ক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনিসহ নানা অপরাধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২...

খাগড়াছড়ি,গুইমারা উপজেলা মারমা ঐক্য পরিষদ অফিস উদ্বোধন করেন

খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ে বিশ্বস্ত সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনে অফিস...

নড়াইলে আইডিইবি’র নবনির্বাচিত কমিটির সভাপতি মামুন সম্পাদক সালাম

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। ১২...

সাধারণ মানুষের ও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আজ লালবাজার অভিযান প্রদেশ কংগ্রেসের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ বৈকালে ভারতের জাতীয় কংগ্রেস এর পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী...