Friday, August 15, 2025

মহিপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

Date:

Share post:

মাইনুদ্দিন আল আতিক:

পটুয়াখালীর মহিপুরে মোঃ ফিরোজ নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুলাই) গভীর রাতে মহিপুর সদর ইউনিয়নের নিজশিবাড়িয়া গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

জানা গেছে, ঘটনার দিন রাতে ফিরোজ ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। তার নানি, মা, ফুফু ও ছোটভাই সিয়াম গভীর রাতে যখন ঘুমে নিমগ্ন ছিলেন, তখন চোরচক্র ব্যবসায়ী ফিরোজের সেমি পাকা ঘরের জানালার লোহার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভাঙে। এ সময় ফিরোজের নানি টের পেয়ে সবাইকে জাগিয়ে তোলেন। পরে আশেপাশের লোকজনকে ডাক দিলে আলমারিতে থাকা ব্যবসায়ের ২ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে সটকে পড়ে চোরচক্র। যাওয়ার সময় একটি টি-শার্ট, একটি স্ক্রুড্রাইভার ও লোহা উঠানোর একটি শাবল রেখে যায় তারা।

এলাকাবাসী জানান, গভীর রাতে ব্যবসায়ী ফিরোজের বাড়িতে ডাক-চিৎকার শুনে ছুটে আসেন তারা। পরে ঘরের লোহার জানালার গ্রিল ভাঙা দেখতে পান। এছাড়া ভাঙা আলমারির মধ্যে থাকা কাপড়-চোপড় আলমারির পাশে এলোমেলো পরে থাকতে দেখেন। তার ঘর থেকে ২ লাখ ৬৯ হাজার টাকা নিয়ে যায় বলে জানতে পারেন তারা।

ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ ফিরোজ বলেন, ‘আমি একজন গরু ব্যবসায়ী। গরু কেনার জন্য আলমারিতে ২ লাখ ৬৯ হাজার টাকাসহ আরো কিছু টাকা রেখে সন্ধ্যায় শ্বশুর বাড়িতে যাই। রাত আড়াইটার দিকে এ ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি আমার সবশেষ। পরে কোনো উপায় না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়ে অজ্ঞাত চোরচক্রের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের দাবি সঠিক তদন্ত সাপেক্ষে চুরির সঙ্গে জড়িত চক্রকে যেনো খুঁজে বের করা হয় এবং দ্রুত গ্রেফতার করে শাস্তির পাশাপাশি যেনো আমার খোয়া যাওয়া নগদ টাকা উদ্ধারের ব্যবস্থা করা হয়। এজন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক খলিফা ধ্রুববাণীকে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফিরোজ একজন ব্যবসায়ী মানুষ। এ ব্যাপারে দ্রুত আইনি সহায়তা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।’

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নতুন ও উন্নত ভারত গড়ার ডাক প্রধানমন্ত্রীর

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ ভারতের জাতীয় ঊন্নআশি তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী...

মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা

মণিরামপুর প্রতিনিধিঃ বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী  উপলক্ষে আয়োজিত আগামীকাল(১৫ আগষ্ঠ) মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি'র...

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অ/ভিযা/নে ৩২৮ গ্রাম হে/রো/ইন/সহ নারী মা/দক ব্য’বসা’য়ী গ্রে/ফ/তা/র

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ, ১৪ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) — র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক...

শার্শার বাগআঁচড়া সোনালী ব্যাংক শাখার উদ্যোগে বৃক্ষরোপণ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শার বাগআঁচড়া সোনালী ব্যাংক...