Thursday, September 4, 2025

কালিগঞ্জে মের্সাস শহীদ এন্ড সন্সের উদ্যোগে শ্রমিকদের নিয়ে মহান মে দিবস পালিত

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :

মহান মে দিবস আজ। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। সেই লক্ষে শ্রমিক এবং মালিকদের ভালোবাসার মেলবন্ধন লক্ষ্য কারা গেছে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায় ।

রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠনের ব্যানারে মে দিবস পালিত হলেও এবারের মে দিবস একটু আলাদাভাবে পালন করে মেসার্স শহীদ এন্ড সন্স নামক প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাব্বিরুল ইসলাম সাব্বির। সকাল থেকে শতশত শ্রমিক আসতে থাকেন মের্সাস শহীদ এন্ড সন্স নামক প্রতিষ্ঠানটিতে। শ্রমিদের সম্মানে মের্সাস শহীদ এন্ড সন্স ও ন্যাশনাল পলিমার পিএলসি কোম্পানীর পক্ষে থেকে দেওয়া হয় সকালের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় ছাতা ও গেঞ্জি।সকালের নাস্তা এবং দুপুরে শ্রমিকদের খাওয়ানো হয় উন্নত মানের খাবার । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা শফিকুজ্জামান রাসেল, সাংবাদিক জামির হোসেন, ঝিনাইদহ জেলার ন্যাশনাল পলিমার কোম্পানির জোনাল ম্যানেজার পাইপ গ্রুপের মো: সোহাগ, ট্যাংকি গ্রুপের আব্দুর করিম এবং ডোর গ্রুপের রিপন বিশ্বাস । প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, শ্রমিদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পাওনা মেটানোর বিষয় জোর দাবি জানান ।

পাশাপাশি তাদের সম্মান সুরক্ষার বিষয় সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন । এরপর শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ভাবন ঘোষনা করেন প্রধান অতিথি । তারপর শ্রমিকদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালীতে অংশ গ্রহণ করেন সকলে ।র‍্যালীটি ভুষণ হাই স্কুল রোড হয়ে কালিগঞ্জ বাজারে জনতা মোড়ে যেয়ে শেষ হয় । অনুষ্ঠান শেষে মের্সাস শহীদ এন্ড সন্স এর স্বত্বাধিকারী সাব্বিরুল ইসলাম সাব্বির শ্রমিকদের নিয়ে তার ভাবনার কথা তুলে ধরেন । তিনি বলেন, সমাজ দেশ ও রাষ্ট্র গঠনের শ্রমিকের ঘাম ঝরানো পরিশ্রমের মূল্য অনেক। শ্রমিকরাই সকল উন্নয়নের মূল হাতিয়ার। তারা আমাদের ভাই। আমাদের উচিত তাদের অধিকার সংরক্ষণ করা।

শ্রমিকদের নিয়ে আরো কথা বলেন ন্যাশনাল পলিমার পিএলসি কোম্পানীর জোনাল ম্যানেজার মো: সোহাগ ।মে দিবসে কালিগঞ্জ মের্সাস শহীদ এন্ড সন্স ডিলারের এ উদ্যোগকে সাধুবাদ জানায় আগত সাধারণ শ্রমিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

উত্তরপ্রদেশে থানায় সুবিচারের বদলে নিগ্রহ এফআইআর না নিয়ে নি”রুপায় পিড়িতা আশ্রয় নিলেন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে

মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধি: উত্তরপ্রদেশে সুবিচারের আশায় থানায় গেলে পিছিয়ে পড়া সমাজের মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে—এমনই নিন্দনীয় ঘটনা সামনে...

শ্রীপুরে ৪৭ তম বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত...

সতীঘাটা ভ্যাবতীপুর মাদ্রাসায় সুপারের উদ্যোগে রেন্টি গাছ ক’র্তন – এলাকাবাসীর ক্ষো’ভ ও গু’ঞ্জন

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:  সরকারি কোন নিয়ম-নীতি তোয়াক্কা না করে যশোরের সতীঘাটা ভ্যাবতীপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার রবিউল...

সাপ থাকে গ্রামে, চিকিৎসা কেন শহরে!

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের মণিরামপুরে সর্পদংশনে চার বছরের শিশু আজিমের মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়রা অভিযোগ তুলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...