প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৪, ৮:৪৭ পি.এম
জাবির আহম্মেদ জিহাদের লেখা শ ম দেলোয়ার জাহানের জন্মদিনকে নিয়ে “বড্ড ভালোবাসি”

ভোর সকালের হাসি,
মন গহীনের ফুল শাখাতে
বড্ড ভালোবাসি।
মার্চ মাসের ওই ১২ তারিখ
জন্মেন জাহান ভাই,
স্বপ্নবোনা ফুল সুবাসে
ভালোবাসা পাই।
ডাক বাংলার প্রতিষ্ঠাতা
ঝিলিক জ্বলে মুখে,
দেলোয়ার ভাই সবার প্রিয়
থাকে সুখে দুখে।
জন্মদিনের শুভেচ্ছাতে
সালাম রাশি রাশি,
তোমায় আমি প্রাণ থেকে
বড্ড ভালোবাসি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।