Thursday, October 16, 2025

মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে বিশাল রোড শো

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আগামী ১তারিখেশেষদফায়পশ্চিম বাংলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে। এখনও বহুদিন বাকি। ঠিক সময় নস্ট করতে চাননা পশ্চিম বাংলার তৃনমূল দলের নেতৃত্ব। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃনমূল দলের নেতৃত্ব র নির্দেশ মেনে মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত বিভিন্ন যায়গায় তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে একটি বিশাল রোড শো অনুষ্ঠিত হয়।

সেই সঙ্গে জনসংযোগ করা হয়। এই বিশাল রোড শো থেকে তৃনমূল দলের প্রার্থী বাপি হালদার তিনি চোট বড় সকলের কাছে ভোট দেবার জন্য আবেদন করেন। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ উন্নয়নের সামিল হবার ডাক দেন। এবং পশ্চিম বাংলার মাটি থেকে বিজেপি কে বিদায় দেবার জন্য আবেদন করেন।

 

আজকের এই ঐতিহাসিক তৃনমূল দলের রোড শো তে উপস্তিত ছিলেন পশ্চিম বাংলার সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃনমূল দলের মাইনরিটি দলের সভাপতি ও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মধক্ষ্য মুজিবুর রহমান মোল্লা এবং পশ্চিম বাংলার এস টি ও ওবেসি সেলের নেতা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য নুরুজ্জামান সেখ ওরফে মন্টু এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের অবজারভার শ্রী মানবেন্দ্রনাথ মন্ডল ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান হাজী মোবারক ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য শ্রীমতী আন্জুয়ারা বেগম ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও কালিকাপোতা গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান সাদিক মোল্লা এবং উত্তর কুসুম অঞ্চলের সাবেক প্রধান ও তৃনমূল দলের অন্যতম নেতা কুতুবউদ্দিন লস্কর এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের মহিলা নেত্রী রাইহানা পারভীন এবং উত্তর কুসুম অঞ্চল তৃনমূল দলের সভাপতি এহসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা সহ বিভিন্ন অঞ্চলের তৃনমূল দলের নেতৃত্ব। আজকের এই রোড শো টি উত্তর কুসুম অঞ্চল থেকে পরিক্রমা করে ঘোলার মোড়ে শেষ হয়।

এই মিছিলে অংশ নেওয়ার জন্য সকলকেই অভিনন্দন জানান মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং ব্লক অবজারভার শ্রী মানবেন্দ্রনাথ মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

‎মণিরামপুর প্রতিনিধিঃ বর্নাঢ্য র‍্যালি,হাত ধোয়া ক্যাম্পেইন ও পরিষ্কার পরিছন্নতা বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে জাতীয় স্যানিটেশন...

অগ্রিম মাসের পরিক্ষার খাতায় হল পরিদর্শকের স্বাক্ষর মণিরামপুরে জা”ল সনদের র’মর’মা ব্যাবসা

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ জাতীয় ও আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে ২০২৫ সালে চলছে গোটা বিশ্বের সরকারি/বেসরকারি কার্যক্রম।শিক্ষা প্রতিষ্ঠান,স্বাস্থ্য বিভাগ সহ...

মি”থ্যা মা”মলায় দু’ছাত্রকে আ”টকের ঘটনায় ফুসে উঠছে রৌমারীর মানুষ চব্বিশ ঘন্টার আ”ল্টিমেটা’ম

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চোর সন্দেহে দু’জন শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে...

কায়বায় ৩১ দ’ফা দা”বির লক্ষ্যে উঠান বইঠাকের বক্তব্যে তৃপ্তি

শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: শার্শার কায়বায় ৩১ দফা দাবির লক্ষ্যে উঠান বৈঠক ও কর্মী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার ১৫...