
রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি :- দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগই পারে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করতে। আওয়ামী লীগের ভিত্তি শক্তি হচ্ছে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। আওয়ামী লীগ যতক্ষণ অসাম্প্রদায়িকতাকে ধারণ করবে ততক্ষন কোন ভাবে দুর্বল হবে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করবার জন্য এখনো শেখ হাসিনাই অদ্বিতীয়। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ অদম্য গতিতে তার কাঙ্ক্ষিত অর্থনীতির মুক্তি অর্জন করতে সক্ষম।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪) বিকেলে কাহারোল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মৌসমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো. আশরাফুল হক মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোছা. নাসিমা বেগম, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুব, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।