প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৪, ১২:০৬ পি.এম
যশোরে কুল চাষের বাম্পার ফলনের আশংকা করছে চাষিরা

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা কামালপুরের পশ্চিম মাঠে কুল চাষের বাম্পার ফলনের আশংকা করছেন চাষীরা।
শনিবার ২৭ জানুয়ারি সতীঘাটা কামালপুর মাঠে কুল চাষে বাম্পার ফলনের এই আশংকার কথা বলেন কুল চাষী হোসেন আলী। সরে জমিনে গিয়ে দেখা যায়, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা কামালপুর পশ্চিম মাঠে প্রায় আনুমানিক ৩ বিঘার মধ্যে ১বিঘা জমিতে কুল চাষ করছি।
এই বিষয় কুল চাষী হোসেন আলী কাছে জানতে চাইলে তিনি বলেন, গত বছর চেয়ে এ বছরে আমার কুল গাছে ভালো ফলন হয়েছে হোসেন আলী আরো বলেন ৩ বিঘার মধ্যে দুই বিঘা জমিতে বিভিন্ন জাতের পেয়ারা চাষ করছি। তবে আমার মিশ্রণ বাগানে ৩ প্রকার কুলের গাছ আছে ১ ভারত সুন্দরী, ২ বল সুন্দরী, কাশ্মীরি কুল। তবে এবার কুল চাষের ভালো বাম্পার ফলনের আশংকা করছি। তবে আমার এই মিশ্রণ কুলবাগানে এবার কুল চাষ করে ভালো ফলন হয়েছে বলে আমি অনেক খুশি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।