Thursday, October 16, 2025

নির্বাচন পরবর্তী ১৫ দিনেও সহিংসতা রেশ কাটেনি কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামলায় নৌকার ৪ কর্মী গুরুতর আহত 

Date:

Share post:

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫ দিন অতিবাহিত হলেও সহিংসতার জেরে গাজীপুর-৫(কালীগঞ্জ,পুবাইল ও বাড়িয়া) আসনে নৌকা প্রতীকের পরাজয়ের পর কর্মী সমর্থকদের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী আখতার উজ্জামানের নেতা কর্মীদের বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার উত্তর মূলগাও এলাকার লোকমানের দোকান সংলগ্ন ফাঁকা জায়গায়।আহতের ডাক- চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে শাকিলের অবস্থা বেগতি হলে দ্রুত তাকে ঢামেকে রের্ফাড করেন।সে উত্তরা লেকভিউ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে। এ ব্যাপারে আহত শাকিলের মা হাসিনা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।থানার উপ-পরিদর্শক শামীম ঘটনার সততা স্বীকার করে বলেন। থানায় মামলা হয়েছে। দ্রুতআসামিদের ধরে আইনের আওতায় আনা হবে।  অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, আলম মিয়ার ছেলে সাব্বির নৌকার কর্মীছিল। তাকে মারার জন্যশুক্রবার আনুমানিক সাড়ে ১২টার দিকে পূর্বে থেকে ওৎপেতে থাকা দেশীয় অস্ত্র লাঠিসোঁটা সুইচ গিয়ার ছুঁড়া নিয়ে রাশেদের নেতৃত্বে বাপ্পী, নাহিদ,তুষার, সাব্বির খান, মহসিন, শিমুল আবু, ওসমান ও হাসান এলাকায় মহড়া দেয়।এ সময় নৌকার কর্মী সাব্বির লোকমানের কাছাকাছি পৌছলে বাপ্পী তার পথরোধ করে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে উল্লেখিত ওই সন্ত্রাসীরা এসে সাব্বিরকে এলোপাতাড়ি মারধর করে। পরে সে চিৎকার করলে তার বড় ভাই শাকিল, নাঈম, চাচা শাহিন দৌড়ে ঘটনাস্থলে গেলে তাদেরকেও এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে বাড়ির লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।এ দিকে রোববার সকালে আসামীদের দ্রুুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে প্রতিবাদ সভা করেন আহতের স্বজনরা।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- নাসরিন বেগম, শামসুন্নাহার, নাসিমা আক্তার, ফাতেমা, পিয়ারা বেগম,চান মিয়া, রকমত উল্লাহ, আলম মিয়া,সাদিয়া পারভিন,বিউটি আ্ক্তার, মারিয়া, কাজল, মানিক ও সাব্বির হোসেন প্রমূখ।বক্তারা জানান- নৌকা করাই আমাদেরর অপরাধ। পরাজিত হয়েছি বলে কি নৌকার কর্মীদের মারধর, হামলা, অগ্নি সংযোগ, দোকান হামলা ভাংচুরসহ নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। এ বিষয়ে নৌকার প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন- নির্বাচনে হারজিততো থাকবেই।সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আখতার উজ্জামানের নেতা কর্মীরা নৌকার নেতা কর্মীদেরকেতো হামলা করছেই এমনকি বাড়িতে নারীরা নিরাপদে নেই, তাদেরকেও মারধরসহ নানা ধরনের হয়রানী করছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মোংলায় বিএনপির উঠান বৈ’ঠক রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আশিক (মোংলা) বাগেরহাট প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির...

বগুড়া সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ

রিপন বগুড়া প্রতিনিধি ঃ ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি (বসতবাড়ি ও মাঠে), সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর,...

মনিরামপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইফতেখার সেলিম অ’গ্নির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইফতেখার সেলিম অগ্নির উদ্যোগে এক মতবিনিময়...

মোংলায় জনসমাবেশে কৃষিবিদ শামীম খাদ্য পানি এবং জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: কৃষি, খাদ্য ও মৎস্য উৎপাদনে কোন কর্পোরেট দখল এবং নব্য ঔপনিবেশিক শাসন-শোষন সহ্য করা হবেনা।...