Wednesday, November 5, 2025

পাইকগাছায় প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি কথার প্রতিবাদকারীকে মারপিটে উদ্যত,থানায় জিডি

Date:

Share post:

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:
খুলনার পাইকগাছার চাঁদখালীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে কথা বলায় প্রতিবাদী যুবক কে মারপিটে উদ্যত হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবাদী ওই যুবক উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের কেরামত সরদারের পুত্র জসীম সরদার। এ ঘটনায় প্রতিবাদী ওই যুবক সোমবার (১১সেপ্টেম্বর) পাইকগাছা থানায় জিডি করেছেন।
প্রতিবাদী যুবক ও থানায় অভিযোগে জানাযায়, গত ১০সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ফুলতলা বাজারে সোনাতনের চায়ের দোকানে বসে চা পান করছিল একই গ্রামের মৃত আকবর আকঞ্জি’র পুত্র শেখ ইব্রাহিম। ঐ সময় শেখ ইব্রাহিম প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তিমূলক কথা বার্তা বলতে থাকলে জসীম জানতে পেরে তার প্রতিবাদ করে। এতে জসিমের সাথে তার কথার কাটাকাটি হয়।এক পর্যায়ে সে জসিমের উপর চড়াও হয়ে তাকে ইট ও রড দিয়ে মারতে উদ্যত হয়।ঐ সময় প্রতিবাদী জসিমের আত্ন-চিৎকারে স্হানীয়রা ছুটে আসলে ইব্রাহিম তাকে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় জসিম পাইকগাছা থানায় জিডি করেছেন,যার নং-৫৮৩।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী ফয়সাল, আজাহারুল, কবির ও রাজু সহ স্হানীয়রা জানান,ঘটনাটি সত্য।গত রবিবার ফুলতলা বাজারে সোনাতনের চায়ের দোকানে শেখ ইব্রাহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি করতে থাকলে জানতে পেরে জসিম এসে প্রতিবাদ করে। ঐসময় জসিমের সাথে তর্কে জড়িয়ে তাকে মারপিটে উদ্যত হয় ইব্রাহিম।তাছাড়া শেখ ইব্রাহিম পাইকগাছা উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বরত আছে বলে ও জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিমের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন,এ সব মিথ্যা আর আমি এ সব কথা বলিনি।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো:রফিকুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে শেখ ইব্রাহিম নামে এক যুবকের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে কুকুরের আক্র”মনে ৭২ ঘন্টায় মৃ”ত্যু ১আ’ক্রান্ত ১৭জন! সর্বত্র কুকুর আ’তংক

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ দেশের অন্যতম বৃহত্তর উপজেলা যশোরের মণিরামপুরে সর্বত্রই এখন বেওয়ারিশ কুকুর আতংক বিরাজ করছে। কুকুরের আক্রমন...

রামনগরে সতীঘাটায় জননেতা তরিকুল ইসলামের ৭ তম মৃ’ত্যুবার্ষিকী পালন

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০ ৬ নং ওয়ার্ড সতীঘাটায় রূপকার বিএনপি স্থায়ী কমিটির...

সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক মমতার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: এস আই আর ও এন আর সি নাম করে যদি পশ্চিম বাংলার সাধারণ...

সতীঘাটায় সড়ক দুর্ঘ”টনায় গৃহবধূ আহ”তের ঘটনায় সড়ক অব”রোধ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের সতীঘাটায় সুমনা (৩৫)নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় আহতের ঘটনায় ঘন্টা ব্যপি সড়ক অবরোধ...