Friday, August 22, 2025

অনা বৃষ্টিতে থেমে আছে পাট কাটা ও ধান চাষ

Date:

Share post:

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর সদর উপজেলার অযোধ্যাপুর বুদু ফকির এলাকায় বেড়েছে পাটের চাষ। গতবছরের তুলনায় এবার জেলায় পাট চাষ বেড়েছে  প্রায় ১০০০ হেক্টর জমিতে। এবছর বৃষ্টিপাত কম হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। একই অবস্থা ধান চাষের ক্ষেত্রেও। অনাবৃষ্টির কারণে পাট ও ধান নিয়ে উভয় সংকট সৃষ্টি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, এখনও পাট কাটা শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে পুরোদমে কাটা শেষ হবে। তবে গত বছর পাটের দাম ভালো পাওয়ায় এবছর চাষের পরিমাণ বেড়েছে।

শাজাহান পাট চাষি জানান, তার জমিতে পাট আছে। পাট কেটে সেই জমিতে ধান লাগাবেন তিনি। এদিকে বীজ তলায় চারা প্রস্তুত। কিন্তু পানির অভাবে পাট কাটাতে পারছেন না। একই কারণে ধানও লাগাতে পারছেন না। ফলে উভয় সংকটে পড়েছেন তিনি। তার বাড়ির পাশের খালে পানি থাকলেও পাট জাক দেওয়ার মতো পানি জমে নেই বলে জানান তিনি।

পাট ব্যবসায়ী সাইফুল  জানান, পাট জাক দিতে পানির প্রয়োজন হয়। পানি ছাড়া পাট জাক দেওয়া যায় না। এবছর রংপুরে বৃষ্টিপাত কম হওয়ার কারণে পুকুর, খালে পানি নেই। তাই পাট কাটতে পারছেন না কৃষকরা। তবে নীচু এলাকাগুলোর পাটের জমিতে পানি জমেছে। সেগুলো কেটে সেখানেই জাক দিচ্ছেন চাষীরা।

তিনি আরও জানান, কয়েক বছর থেকে পাটের ভালো দাম পাচ্ছেন চাষীরা। গত বছর অনেক চাষি মৌসুমের শেষে পাট বিক্রি করেন। ফলে তুলনামূলক ভালো দাম পেয়েছেন।  পাটকলগুলোর প্রতিনিধিরা পাট কিনে থাকেন। এছাড়া বেশির ভাগ পাট রংপুরে বাইরে চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দু’র্নীতি দ’মন কমিশন দু’দকের নবনির্বাচিত পিপি তরিকুলকে শ্রীপুরে সংবর্ধনা

মোঃ এমদাদ মাগুরা থেকে: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজ এর সভাপতি,অত্র গ্রামের সুযোগ্য সন্তান ও বাংলাদেশ দুর্নীতি দমন...

রাজ্যে পুলিশের আই পি এস বদলি ডায়মন্ড হারবার পুলিশ সুপার হলেন বিশপ সরকার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ পশ্চিম বাংলার রাজ্যে কিছু আই পি এস অফিসার বদলি করা হয়েছে। এবং...

যশোরে স্ব”র্ণের বার”সহ পা”চারকা”রী আ”টক

যশোরে স্ব"র্ণের বার"সহ পা"চারকা"রী আ"টক সোহেল রানাঃ যশোরে ৫৮৫ গ্রাম ওজনের ৫পিস স্বর্ণের বারসহ রুবেল হোসেন (৩৪) নামে এক...

রামনগর ইউনিয়ন পরিষদের জেলা প্র”শাসকের প্রতিনিধি দলে প’রিদর্শন

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস যশোর জেলা প্রশাসকের প্রতিনিধিরা ঘটনাস্থান...