Saturday, July 12, 2025

এক গ্লাস পানির সঙ্গে কাঁচা রসুন খেলে কী হয় জেনে নিন

Date:

Share post:

হেল্থ ডেস্ক :

সবাই ঝরঝরে মেদহীন শরীর পেতে চান। কিন্তু বেশিরভাগই অতিরিক্ত ওজন, পেটের বাড়তি মেদ নিয়ে সমস্যায় ভোগেন। ওজন কমানো কঠিন কাজ, পেটের মেদ কমানো আরও কঠিন। আপনি যদি সেই একগুঁয়ে পেটের মেদ কমানোর মিশনে থাকেন তবে আপনার জন্য একটি গোপন অস্ত্র রয়েছে, সেটি হলো কাঁচা রসুন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন! এই মসলা কেবল আপনার পছন্দের খাবারের স্বাদই যোগ করে না, বরং ওজন নিয়ন্ত্রণেও কাজ করে।

রসুনে থাকা উপকারী যৌগ শরীরের মেদ কমাতে বিস্ময়কর কাজ করে। যে কারণে নিয়মিত কাঁচা রসুন খেলে আপনি একটি ঝরঝরে, মেদহীন শরীর পেতে পারবেন। ভিটামিন বি ৬ এবং সি, ফাইবার, ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়ামের মতো অগণিত পুষ্টিতে ভরপুর রসুন ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওজন কমানোর এই প্রচেষ্টা শুরুর আগে মনে রাখা জরুরি যে রসুন একটি স্বাস্থ্যকর, সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের পাশাপাশি পরিপূরক হওয়া উচিত। রসুন কীভাবে মেদ ঝরাতে সাহায্য করে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

শক্তির মাত্রা বাড়ায়: রসুন হলো এক ধরনের প্রাকৃতিক শক্তির বুস্টার যা সেই একগুঁয়ে ক্যালোরিগুলোকে ঝরাতে সাহায্য করে, ফল আপনার জন্য ফিট থাকা সহজ হয়। এটি আমাদের বিপাক বৃদ্ধি করে। যে কারণে নিয়মিত কাঁচা রসুন খেলে তা ওজন কমানোর জন্য সহায়ক হয়ে ওঠে।
ক্ষুধা নিয়ন্ত্রণ করে: ঘন ঘন ক্ষুধা পাওয়ার মানে হলো বার বার খাবার খাওয়া। আর বার বার খাবার খাওয়া মানেই বাড়তি মেদ ও ওজনের ভয়। ক্ষুধা নিয়ন্ত্রণ করতে চাইলে নিয়মিত কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন। কারণ এটি ক্ষুধা নিবারক হিসাবে কাজ করে, দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখার অনুভূতি দেয়। যে কারণে আপনিও বেঁচে যান অতিরিক্ত খাবার খাওয়া থেকে।

ফ্যাট-বার্নিং ওয়ান্ডার: দ্য জার্নাল অফ নিউট্রিশন একটি গবেষণা প্রকাশ করেছে, যা রসুন এবং মেদ ঝরানোর মধ্যে সম্পর্ক তুলে ধরেছে। রসুনে থাকা উপকারী যৌগগুলো মেদ ঝরানোর প্রক্রিয়াকে উদ্দীপিত করে। যে কারণে এটি আপনার ওজন কমানোর ডায়েটে একটি আদর্শ সংযোজন হতে পারে।

শরীরকে ডিটক্সিফাই করে: রসুন একটি শক্তিশালী ডিটক্সিফাইং এজেন্ট হিসাবে কাজ করে, আপনার পাচনতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারে এমন টক্সিনকে শুদ্ধ করে। প্রতিদিনের খাদ্য তালিকায় রসুন রাখলে নিশ্চিন্ত থাকুন, আপনি আপনার পাচনতন্ত্রকে একটি অতিরিক্ত বুস্ট প্রদান করছেন। এটি সর্বোত্তমভাবে কাজ করে।

পানির সঙ্গে কাঁচা রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। খালি পেটে কাঁচা রসুন খেলে অনেক উপকার পাওয়া যায়। ভারতের ম্যাক্রোবায়োটিক নিউট্রিশনিস্ট এবং হেলথ প্র্যাকটিশনার শিল্পা অরোরা এনডি বলেন, ‘সকালে কাঁচা রসুন আপনার লিপিড প্রোফাইলের জন্য অত্যন্ত উপকারী। এটি প্রাকৃতিক রক্ত ​​পাতলাকারী হিসেবে কাজ করে, সেইসঙ্গে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রাও স্থিতিশীল করতে সাহায্য করে।’

কাঁচা রসুনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে। খালি পেটে খেলে এর শক্তি বৃদ্ধি পায়। শিল্পা অরোরা বলেন, ‘রসুন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যা খাদ্য থেকে পুষ্টির আরও ভালো শোষণের জন্য অন্ত্রকে শক্তিশালী করে।’ কাঁচা রসুন খেয়ে আপনার দিন শুরু করুন। এতে আপনার হজম উন্নত হবে। একটি মসৃণ পাচনতন্ত্র কেবল ওজন কমাতেই সাহায্য করে না, ডায়রিয়ার মতো পেটের সমস্যার বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে।

রসুনের কোয়ার খোসা ছাড়িয়ে নিন। এবার সকালে খালি পেটে এক গ্লাস পানির সঙ্গে রসুনের কোয়াটি গিলে ফেলুন। আপনি চাইলে পানির সঙ্গে লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। কাঁচা রসুন ওজন এবং পেটের চর্বি কমানোর একটি হাতিয়ার বেশ কার্যকরী। তাই পেটের মেদ কমাতে চাইলে কাঁচা রসুন বেছে নিন এবং আপনার ওজন কমানোর যাত্রা মসৃণ করুন।

সি,বিশ্বাস/নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দুর্নীতিবাজ মাহবুবের খুটির জোর কোথায় ? বহিষ্কারের পরেও স্বপদে বহাল

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটর মাহাবুবুর রহমান।...

নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন...

নানার বাড়ি

নানার বাড়ি মুহাঃ মোশাররফ হোসেন যশোর জেলার থানা মনিরামপুর ঝাঁপা গ্রামে বাড়ি আমার , চালুয়াহাটি ইইউনিয়নে নানা বাড়ি মন চাইতো যেতে বারেবার! বুঝবার যখন...

রৌমারীতে নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ           

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রৌমারী উপজেলা প্রশাসন...