Tuesday, July 29, 2025

কুয়াদা থেকে ধামের মেলায় ঘোরা শেষে ইজিবাইক চালককে অচেতন করে বাইক  ছিনতাই, থানায় অভিযোগ

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী স্টাফ  রিপোর্টার:
যশোরে মনিরামপুর উপজেলা কুয়াদা বাজার  থেকে ধামের মেলার ঘোরা শেষে ইজিবাইকের চালক হাসান আলী (৫০) কে   অচেতন করে বাইক ছিনতাই মর্মে মনিরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
থানায় অভিযোগ সূত্রে জানা যায় ইজি বাইক চালক হাসান আলী, পিতা মৃত – খোরশেদ আলী শেখ সাংঃ ভগবতীপুর থানাঃ কোতোয়ালী জেলা যশোর। গত ১১/০ ৪ /২০২৩ ৩ তারিখে অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি আমার ইজিবাইকে মনিরামপুর থানাধীন কুয়াদা বাজার হতে  রাজারহাটে বাজারে যায়। আমার ইজিবাইকে যাওয়ার সময় ওই অজ্ঞাতন আমার ব্যক্তিদের সাথে পুনরায় আমার ইজিবাইক ভাড়া করিবে বলিয়া আমার ফোন নাম্বার নেয়। গত ১৫/০৪/২০২৩ ইং তারিখে সন্ধ্যায় অনুমান ০৬ঃ ৪৫ ঘটিকার সময় ০১৯৩৩- ১৮৪৪৫৬ মোবাইল নম্বর থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তিরা আমাকে ফোন করিয়া অভয়নগর থানাধীন ধামের মেলায় ঘুরতে যাওয়ার কথা বলে। এই বিষয়ে আমি ০১৯৬৬- ৪০৪২৫৯ বাড়িতে জানাই। পরে অজ্ঞাতনামা ৩ ব্যক্তি আমার ইজিবাইকে উঠে মেলায় ঘুরতে যায়। মেলায় ঘুরাফেরা শেষে গোদা বাজারে ফেরার পথে  শেষে ঐদিন আনুমানিক ০৯ঃ ৩০ ঘটিকার সময় মনিরামপুর থানাধীন চাপাকোনায় কবিতলায় পৌঁছালে ওই অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার নাকের মধ্যে অজ্ঞান জাতীয় ঔষধ দিয়ে আমাকে অচেতন করে। আমার সামান্য জ্ঞান থাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার হাতে সিগারেটের আগুনের ছ্যাকা দেয়।  আমাকে কিল ঘুসি এবং শ্বাসরোধে চেষ্টা করে। অজ্ঞাত ওই ছিনতাকারীরা আমাকে মৃত মনে করিয়া ধান ক্ষেতে ফেলে দিয়ে আমার বাইক সহ সবকিছু লুট করে নিয়ে যায়।  ঐদিন রাত আনুমানিক ১০ঃ ৩০ ঘটিকার সময় পথচারীরা যাওয়ার সময় আমার দেহ পড়ে থাকতে দেখিয়া তাদের চিৎকার স্থানীয় জনগণ ছুটে আসেন। স্থানীয় চৌকিদার উত্তম বিশ্বাস তাৎক্ষণিক মনিপুর থানায় পুলিশকে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন এবং চালক্ষ্য উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেনসে মনিরামপুর ভর্তি করেন। দুইদিন পর আমার জ্ঞান ফেরার পরে এই ঘটনার বিষয় ঢাকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চাপাকোনা ১। গ্রাম পুলিশ উত্তম বিশ্বাস ২। সনদ বিশ্বাস ৩।সাধু মন্ডল পিতা – মৃত পঞ্চানন  মন্ডল, সর্ব সাং চাঁপা কোনা, থানা মনিরামপুর জেলা যশোর। আমি চিকিৎসার শেষে এই ঘটনার বিষয় নিয়ে আমার নিকটস্থ পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া ওই অজ্ঞাতনামায় ব্যক্তির নামে মনিরামপুর থানা অভিযোগ দায়ের করি। তবে ঐ ৩ জন অজ্ঞতা নামায় ছিনতাই কারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রংপুরে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

আবু শাহান সেলিম মিয়া, রংপুর: প্রগতিশীল আন্দোলনের নেতা ও কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিঞাসহ...

কুয়াদা প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁ’কিপূর্ণ গাছের নিচে চলছে পাঠদান আ’তঙ্কে শিক্ষার্থী-অভিভাবকরা

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার কুয়াদা সিরাজসিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদে বড় বড় ঝুঁকিপূর্ণ...

নড়াইলে জুলাই বিপ্লবকে ক’টুক্তি করে ফেসবুকে পোস্ট ইউনিয়ন ছাত্রলীগ নেতা আ’টক

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে জুলাই বিপ্লবকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোস্ট করায় শাহ্ আলম নামের  এক ছাত্রলীগ...

মনিরামপুরে  মানব পা’চার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

মেহেদী হাসান নয়ন মনিরামপুর (যশোর): সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে আজ ২৮...