মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কামালপুর ওয়ারিয়র্স।
শুক্রবার বিকেলে যশোরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা প্রতিদ্বন্দ্বী দল এভারগ্রীন পান্তাপাড়াকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কামালপুর ওয়ারিয়র্স নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে এভারগ্রীন পান্তাপাড়া দল চাপ সামলাতে না পেরে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ৫৭ রানের বিশাল ব্যবধানে কামালপুর ওয়ারিয়র্স বিজয়ী হয়।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজিত বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেস টাওয়ার এর প্রাইম কম্পিউটারের ইমরান হোসেন। তিনি চ্যাম্পিয়ন দল কামালপুর ওয়ারিয়র্সের অধিনায়ক সাহেব আলীর হাতে বিজয়ী ট্রফি তুলে দেন। এবং পরাজিত এভারগ্রীন পান্তাপাড়া অধিনায়ক কামালের হাতেও পুরষ্কার তুলে দেন।
ফাইনাল ম্যাচে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার হিসেবে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করেন দেলোয়ার হোসেন হিমু ও কৃষ্ণ পদ বিশ্বাস।
উপস্থিত দর্শকরা উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করেন এবং আয়োজকদের এমন সুন্দর আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করেন।
স্থানীয় ক্রীড়াঙ্গনে এ ধরনের টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।