
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার চুকনগর মহাসড়কে সতীঘাটা ও কুয়াদার মধ্যবর্তী ৭ মাইল নামকস্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে যশোর চুকনগর মহাসড়কে।
এ সড়ক ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করার প্রস্তুতি চলছে।
আহতরা হলেন— মাদারীপুর জেলার কালকিনি আন্ডারচর গ্রামের সাইদুর রহমানের ছেলে আব্দুল জলিল (৫০) ঢাকার চকবাজারের নুর ইসলামের ছেলে জাকির হোসেন (৪০) ও সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ গ্রামের সাদু মিয়ার ছেলে রহমত আলী। এদিকে, অভিযোগ উঠেছে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস থেকে ব্যাগভর্তি টাকা ও মোবাইল ফোন লুট করা হয়েছে।
স্থানীয়রা জানান, একটি ট্রাক (যশোর-ঢ-১১১১২৫) মণিরামপুর থেকে যশোরের দিকে আসছিল এবং একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১২৯০৭৫) যশোর থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা গুরুতর আহত হন। এ দিকে ট্রাকে ড্রাইভার এবং হেল্পার পালিয়ে যেতে সক্ষম হয় এবং মালবাহী ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার বিষয় মাইক্রোবাসের মালিক এস. এম.খালেক জানান, তারা সবাই ব্যবসায়ী। ঢাকা থেকে ব্যবসায়িক কাজে তারা সোমবার যশোরে এসেছিলেন। দিনের কাজ শেষে রাতে খুলনার দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি দাবি করেন, তবে সড়ক দুর্ঘটনার পর
তাদের কাছে থাকা ব্যবসায়িক পাঁচ লাখ টাকা, একটি আইফোন ও কয়েকটি মোবাইল ফোন লুট হয়ে যায়। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর তারা সফরসঙ্গীদের উদ্ধারে ব্যস্ত ছিলেন। এমন সময় একটি পরিবহন ও স্থানীয় লোকজন সেখানে এসে পড়ে। আহতদের উদ্ধারের সময় তাদের কেউ টাকা ও মালামাল লুট করতে পারে বলে তিনি অভিযোগ করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুল জলিল ও জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক, আর রহমত আলীর অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল। গুরুতর আহতদের ঢাকায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এই সড়ক দুর্ঘটনায় কোন বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান।



