
মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে , মাগুরা শ্রীপুরে ১৬ ডিসেম্বর ৫৪ তম মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে ।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালের প্রথম প্রহরে শ্রীপুর মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা সর্বস্তরের মানুষ ফুলের ডালা প্রদান করে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালেক মুহিদ এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।
পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে শ্রীপুর থানা- বীর মুক্তিযোদ্ধাগন ,জাতীয়তাবাদী দল বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা সা
শ্রীপুর উপজেলার প্রেসক্লাব, মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখাসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোনাজাতের মাধ্যমে শহীদদের প্রতি দোয়া কামনা করেন ,বাংলাদেশ কংগ্রেস,
এছাড়াও শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস,আনসার ভিডিপি, শ্রীপুর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ উপজেলার সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভের পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ডিসপ্লে-জুলাই শহীদ ও বীর মুক্তিযোদ্ধা শহীদদের স্মৃতিতে যেমন খুশি তেমন সাজনে প্রতিচ্ছবি প্রদর্শন করা হয়।
পরে পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা শুরু হয় ।



