
ইমরান হোসেন যশোর জেলা প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে কেশবপুর নিউজ ক্লাবের পক্ষ হতে সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে সকল সাংবাদিক সদস্যবৃন্দ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান , সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল হালিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, সদস্য মনোতোষ দাশ প্রমুখ।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে আলোচনা সভায় কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান বিজয় দিবস উপলক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির সত্য তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের শিক্ষা দেয়।
সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল বিজয় দিবস উপলক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতা করার অনুপ্রেরণা দেয়।
নিউজ ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এই বিজয় আমাদের শিখিয়েছে ঐক্য, সাহস ও দেশপ্রেমের মূল্য। আসুন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সকলে মিলে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।



