
মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দী একই গ্রামের তিনজন ও উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ ব্যাচের তিন জন কৃতি শিক্ষার্থী মেডিকেলে উত্তীর্ণ।
১=মোঃ নাফিস ইকবাল নিশান তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পেয়েছেন,পিতা মোঃ মফিজ উদ্দিন বিশ্বাস মাতা শিক্ষিকা নাজমা খাতুন গ্ৰাম সোনাতুন্দী ।
২ মোঃ আরাফাত তিনি ঢাকা মুগদা মেডিকেলে চান্স পেয়েছেন পিতা মোঃ মাহামুদ হোসেন •• গ্ৰাম সোনাতুন্দী ।
৩মোছাঃ নুসরাত জাহান তনিমা – তিনি খুলনা মেডিকেল চান্স পেয়েছেন -পিতা মোঃ মিঙ্গ গ্ৰাম সোনাতুন্দী ।
সোনাতুন্দী গ্রাম ও হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের একই বর্ষের ৩ জন ও একই গ্রামের তিনজন বিসিএস ক্যাডারের সম্মুখীনে এটাই প্রথম ।
এ বিষয়ে তাদের প্রধান শিক্ষক কাজী ইমাম সহ বিদ্যালয় এর সকল শিক্ষকবৃন্দ ও গ্রামবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।



