এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ
সমস্ত জল্পনা-কল্পনার অবসান শেষে সংসদীয় আসন যশোর ৫ মণিরামপুরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বরাদ্দের কেন্দ্রীয় হোল্ড জটিলতার পর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন'কে ধানের শীষের যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেঃ) এক প্রেস ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষনায় যশোর ৫ আসনে এড শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করেন।
যশোর ৫ (মণিরামপুর) সহ হোল্ড থাকা ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষনার পরের তথ্য মোতাবেক নির্বাচনী এলাকা মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন এড শহীদ মোঃ ইকবাল হোসেন তার নিজস্ব রাজনৈতিক দক্ষতার সঙ্গে একজন মেধা সম্পন্ন নেতার মূখ্য ভূমিকায় থেকে বিএনপির নেতৃত্ব ধরে রাখায় প্রতীকের টিকিট পান বলে এ তথ্য নিশ্চিত করেছে দলটির কেন্দ্রীয় কমিটির বিশ্বস্ত এই সূত্র।
প্রতীক বরাদ্দের পর উচ্ছ্বাস আবেগ প্রকাশে নেতাকর্মীদের সাথে সাধারণ ভোটাররা বিএনপির হোল্ড জটিলতার অবসানে এড শহীদ ইকবাল হোসেন যোগ্য প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন বলে সর্ব মহলে খুশির আমেজ বিরাজ করছে। নিজের নাম শুনে খুশিতে নিজের চোখের কোনের পানি নিজেই নীরবে মুছে নিয়েছেন।
খবর শুনে, প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে মিষ্টি হাতে মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ছুটে যান,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহব্বায়ক মেঃ মুক্তার হোসেন,পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সন্তোষ স্বর,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ অলিয়ার রহমান সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী,ব্যাবসায়ী,সমাজসেবক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
শুভেচ্ছা জানাতে যেয়ে,ইফতেখার সেলিম অগ্নি ও প্রয়াত বিএনপি নেতা মোঃ মুছার ছেলে শাহিনুর রহমান ধানের শীষের মনোনীত প্রার্থী এড শহীদ মোঃ ইকবাল হোসেন'কে জড়িয়ে ধরে খুশিতে চোখের পানি ছেড়ে দিয়েছেন।
যার একটি ভিডিও ইতিমধ্যে সোসাল মিডিয়ায় শেয়ার দেখা গেছে। তবে উৎকন্ঠা আর উদ্দীপনায় উচ্ছ্বসিত ভক্তদের উদ্দেশ্য আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে বিএনপির ধানের শীষের কান্ডারী এড শহীদ মোঃ ইকবাল হোসেন এক ভিডিও বার্তায় সকলকে সমস্ত আনন্দ মিছিল,মটরসাকেল শোডাউন,দলেদলে নেতাকর্মীর বহর সহকারে আনন্দ প্রকাশ না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি বৃহত্তর এই নির্বাচনী এলকা মণিরামপুরের স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের কাছে "ব্লাকডায়মন্ড" খ্যাত শহীদ ইকবাল হোসেন সকলের কাছে সংকটাপন্ন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করেছেন।
তথ্যসূত্রের চিত্র মতে,দেশের ২য় বৃহত্তম এ উপজেলার সংসদীয় আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্য মনোনীত এ প্রার্থী পরেরদিন (শুক্রবার) সকালে নিজের প্রয়াত পিতার কবর জিয়ারত শেষে ছুটে যান জেলা শহর যশোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপিকা নার্গিস বেগমের বাসভবনে।
প্রার্থী ঘোষণা পরবর্তী হতে এ পর্যন্ত যে সমস্ত আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে শুধুমাত্র সাংগঠনিক বিধিমালার বাইরে কার্যক্রমে না গেলে সব গুলো অপরিবর্তিত থাকবে বলে এ তথ্য নিশ্চিত করেছে বিনএনপির কেন্দ্রীয় মিডিয়া সেল।