
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রামনগর ইউনিয়নবাসীর সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোরআন তেলাওয়াত ও দোয়া – মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রামনগর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শুক্রবার আসরবাদ সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দোয়া অনুষ্ঠানকে ঘিরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়নের বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ এবং বিএনপি সদস্য মাসুদুর রহমান শামীমের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট ইসহাক আলী, উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, জেলা জামায়াতে প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার নুর ইসলাম, খানকায় অসিয়া পীর সাহেব মাহমুদুল হাসান, রামনগর ইউনিয়নের জামায়েতের সভাপতি মুসাহাক আলী, সাধারণ সম্পাদক মুন্সি নাজমুল ইসলাম, রামনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক খান মোসলেম উদ্দিন,সদস্য সচিব রাজু আহমেদ, সতীঘাটা ক্যাডেট মাদ্রাসার মুহতামিম অজিহুর রহমান,মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, রামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি
ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে সমবেত প্রার্থনা অনুষ্ঠানটিকে আরো বেদনাময় আবেগঘন ও দেশনেত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশে পরিণত করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আব্দুল হাই।



