সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের দায়ভার পরিবারের উপর জড়ানো এবং জমি বন্ধক রেখে অর্থ নেওয়ার অভিযোগে পঞ্চম ভাই মো: জাহিদ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে অন্য ভায়েরা।
এ ঘটনায় গত ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে শহরের দুর্গাপুর এলাকায় সংবাদ সম্মেলন করেন মো: জাহিদ হোসেনের অন্য ভায়েরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের চতুর্থ ভাই রাশেদুল ইসলাম। এ সময় পরিবারের ছোট ভাই সাহেদ হোসেনও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে রাশেদুল ইসলাম জানান, তারা ছয় ভাই ও এক বোন। তাদের পঞ্চম ভাই মো. জাহিদ হোসেন কালিয়ার পেড়লী এলাকায় ঘের ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা পরিচালনার সময় তিনি বিভিন্ন ব্যাংক, এনজিও এবং জমির দলিল রেখে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ নেন। তবে এসব বিষয়ে পরিবারকে কোনো তথ্য না দিয়ে সবকিছু গোপন রাখেন।
পরিবার বিষয়টি জানতে চাইলে জাহিদ হোসেন উল্টো ক্ষোভ দেখিয়ে বলেন—আমার ব্যবসা আমি দেখব, তোমরা এতে আসবে না। তার এ আচরণ ও ঋণ খেলাপি পরিস্থিতির কারণে পরিবার সামাজিক ও আর্থিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছে বলে অভিযোগ করেন রাশেদুল ইসলাম।
তিনি আরও জানান, পারিবারিক আলোচনা শেষে পঞ্চম ভাই মো. জাহিদ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে পরিবারের আর কোনো সম্পর্ক থাকবে না এবং ভবিষ্যতে তার কোনো দায়-দায়িত্বও আর পরিবার গ্রহণ করবে না।