মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাকের মাতা আকলিমা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা যোহরবাদ দোনার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সদর উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, আখতারুজ্জামান টগর, ইজার আলী, সৌরভ হোসেন, বিল্লাল হোসেন, প্রভাষক রমজান আলী, সাংবাদিক মোঃ ওয়াজেদ আলী, ভোজগাতি ইউনিয়নের সাবেক বিএনপি নেতা ফিরোজ আহমেদ লালটু, মিজানুর রহমান, ঝন্টু হোসেন, সমাজসেবক শহিদুল মোল্লাসহ স্থানীয় মুসল্লিগণ।
এদিকে সকালে মৃত্যু সংবাদ পেয়ে মনিরামপুর উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবালসহ দলীয় নেতৃবৃন্দ দোনার গ্রামে গিয়ে প্রভাষক আব্দুর রাজ্জাকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। মরহুমার জানাজা পড়ান কুয়াদা দারুচ্ছুন্না ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী আলী হায়দার।