
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে সাংবাদিক, মিডিয়া কর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন, মিডিয়াকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস টাইমে কোচিং ও প্রাইভেট বন্ধ রাখা,সার বীজ, কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়স্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট চালু রাখা, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ব্যাপারে দৃঢ়মত পোষণ করেন। জেলার উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চান নবাগত জেলা প্রশাসক। তিনি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তচিন্তা ও পরামর্শের গুরুত্বের ওপর জোর দেন।
এ-সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি, সিনিয়র সহকারি কমিশনার মো: রফিকুল ইসলাম,
নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাভলু, প্রেসক্লাবের সদস্য ও নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান লিটুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা জেলার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



