
লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্ৰামের সাদ্দাম হোসেন প্রতিবন্ধী শিক্ষা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে, রোডেম ফাউন্ডেশনের সহযোগিতায় রৌমারী উপজেলায় শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বুধবার সকাল ১০ টার দিকে হুইল চেয়ার বিতরণ করা হয়।
মানবিক এই উদ্যোগে নেতৃত্ব দেন গয়টাপাড়া গ্রামের সাদ্দাম হোসেন। প্রধান অথিতিঃ MR: DOOSEOG HONG.
বিশেষ অথিতিঃ MR: SEUNG YEOL OH.
MR: EUI SUK OH.
MR: BABLU BENJAMIN REBERIO.
রোডেম ফাউন্ডেশন।
পরিচালনায়ঃ সাদ্দাম হোসেন, গয়টাপাড়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।
সভাপতিত্ব করেনঃ সোনা মিয়া, সদস্য ২ নং শৌলমারী ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠান পরিচালনায়ঃ আতাউর রহমান, ও আমন্ত্রিত অথিতি বিন্দু অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন এসব ব্যক্তিদের মধ্যে উল্লেখ যোগ্য _
১, মোছাঃ জান্নাতি খাতুন।
২,মোঃ রাহাত আহম্মেদ সাফি।
৩, রুবিনা খাতুন সহ মোট ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।



