সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগ বিধি প্রণয়ন,পদন্নোতি এবং গ্রেড উন্নয়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার লোহাগড়া উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা
২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল থেকে লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নেন উপজেলা পরিবার কল্যান পরিদর্শিকা (Fwv) পরিবার কল্যান সহকারী (Fwa) এবং পরিবার কল্যান পরিদর্শক(Fpi) গন।
এসময় লোহাগড়া উপজেলার পরিবার কল্যাণ সহকারী শাহানা আফরোজ বলেন,আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও বেতন পাই চতুর্থ শ্রেণীর মতো। পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকা শক্তি আমরা। সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারী, সাড়ে ৪ হাজার পরিদর্শক ও ৫ হাজার পরিদর্শিকা একসঙ্গে দেশের জন্মনিয়ন্ত্রণ, নবজাতক সেবা, শিশুমৃত্যু রোধসহ নানা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থেকেও আজও মূল্যায়িত নই। ২৬ বছরেও আমাদের নিয়োগবিধি হয়নি, পদোন্নতিও নেই।
তিনি আরও বলেন,করোনা ভ্যাকসিন, জরায়ু মুখ ক্যান্সার ভ্যাকসিন, পোলিও নির্মূল কার্যক্রম, ইপিআই—এসব কাজে আমরা ঘরে ঘরে গিয়ে সেবা দিয়েছি। ট্যাবের মাধ্যমে অনলাইনে রিপোর্ট দিচ্ছি। কিন্তু তবুও তৃতীয় শ্রেণীতে যোগদান করেও ১৫ সালের পরে আমরা চতুর্থ শ্রেণীর ১৭তম গ্রেডে বেতন পাচ্ছি। নিয়োগবিধি না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি অব্যাহত রাখবো।
নলদী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ইতি নাগ বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের সেবা আমরা দিই-এএনসি, পিএনসি, নরমাল ডেলিভারি, শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, স্কুল স্বাস্থ্যসেবা, স্যাটেলাইট ক্লিনিক-সবই আমরা একাই করি। সারাদেশে আমরাই একমাত্র যারা ২৪ ঘণ্টা সেবা দিই। তবুও আমাদের মূল্যায়ন নেই।
তিনি কোয়ার্টারের জীর্ণ অবস্থা তুলে ধরে বলেন,
আমাদের বাধ্যতামূলক কোয়ার্টারে থাকতে হয়। কিন্তু ভাঙা ওয়াশরুম, বৃষ্টিতে পানি পড়া, রাস্তায় জলাবদ্ধতা এই অবস্থায়ও সেবা দিয়ে যাচ্ছি। তবুও কোনও সিলেকশন গ্রেড নেই, নেই নিয়োগবিধির পরিবর্তন।
কাশিপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমান বলেন,পরিবার পরিকল্পনা বিভাগের জন্মলগ্ন থেকে আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দাম্পত্য জীবন, বাল্যবিবাহ, যৌতুকবিরোধী কাজ, স্কুল স্বাস্থ্যসেবা-এসব নিয়ে কাজ করছি। কিন্তু আজও আমাদের নিয়োগবিধি হয়নি। যে পদেই জন্ম, সেই পদেই মৃত্যু হচ্ছে আমাদের।
তিনি আরও বলেন,সব ধরনের যোগ্যতা থাকার পরও আমরা পদোন্নতি পাই না। এতে সামাজিক মর্যাদা কমে যাচ্ছে, আর্থিক ক্ষতিও হচ্ছে। তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা কর্মবিরতি পালন করছি। নিয়োগবিধি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিনের কর্মসূচিতে লোহাগড়া উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার কল্যাণ পরিদর্শক (FPI) সহ সবাই উপস্থিত ছিলেন।