এম,আর,সি প্রতিনিধিঃ
শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। গৌরব ও স্মৃতির মাস ডিসেম্বরের প্রথম দিনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সোমবার ১লা ডিসেঃ সন্ধার পরপরই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সদস্যরা।
মণিরামপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যরা কর্মসূচিতে অংশ নেয়। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন, মোমবাতি জ্বালানো এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজামুল বলেন, ১৯৭১ সালে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তাদের ত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রচনা হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম মামুন,তহিদুল ইসলাম, নাহিদ হাসান,রিফাত সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।