লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রৌমারী উপজেলা পরিষদ মিলনায়তনে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় রৌমারীর যোগাযোগব্যবস্থা, নদীভাঙন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, আইন-শৃঙ্খলা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতামত তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজিজুর রহমান, রৌমারী উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুর রাজ্জাক , রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাক , রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প: প: কর্মকর্তা আব্দুল সামাদ, জুলাই যোদ্ধাদের প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম সবুজসহ সভায় রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, রৌমারীকে এগিয়ে নিতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও দুর্নীতি প্রতিরোধ-এসব বিষয়ে জিরো টলারেন্স থাকবে, যে কোনো নাগরিক সমস্যা বা হয়রানির অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারবেন। সরকারি দপ্তরগুলোকে সেবামুখী করতে মনিটরিং আরও জোরদার করা হবে।
নদীভাঙন, বন্যা, যোগাযোগব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হবে।