Thursday, November 27, 2025

রামনগরে নারী সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম: জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক মাঠে রামনগর ইউনিয়ন মহিলা দলের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশের সকল ক্ষমতার মালিক জনগণ। তারা নির্ধারণ করবেন কে দেশ পরিচালনা করবে এবং কাকে ভোট দেবেন বা দেবেন না। তাই জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখতে অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, “জনগণ যাতে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।”
নারীদের ক্ষমতায়ন নিয়েও কথা বলেন তিনি। নার্গিস বেগম বলেন, নারীরা পিছিয়ে থাকবে না—তাদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। পরিবারে নারী নির্যাতন বন্ধ এবং সমাজে নিরাপত্তা জোরদার করা সময়ের দাবি।

বিগত দিনে জননেতা তরিকুল ইসলামের পাশে থাকার মতো এবারও অনিন্দ্য ইসলাম অমিতকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি একটি স্থিতিশীল সমাজ ও রাষ্ট্র গড়তে চায়। এর জন্য প্রয়োজন নির্বাচনমুখী পরিবর্তন এবং সকলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ বিনির্মাণ।

সমাবেশে সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসিনা ইউসুফ, সিনিয়র সহ–সভানেত্রী সেলিনা পারভিন, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, সাংগঠনিক সম্পাদক হালিমা লতিফ, নগর মহিলা দলের দপ্তর সম্পাদক ফারহানা পারভীন, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ড. আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক মারুফ হোসেন, সদস্য মাসুদুর রহমান শামীম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব রাজু আহমেদ।

নারী সমাবেশ পরিচালনা করেন সাবেক উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা ফারুক মিনু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জর্জের পক্ষে ধানের শীষের প্রচারনা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নড়াইল জেলা বিএনপির সাবেক...

মনিরামপুরে অভি”নব কৌশলে ধারাবাহিক মোবাইল চু”রি কিশোর তন্ময়ের বি”রুদ্ধে এলাকাবাসীর ক্ষো”ভ

এমদাদুল হক ক্রাইম রিপোর্টার মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় সংঘটিত মোবাইল ফোন চুরির ঘটনার...

ডাকসু এর ভিপি আবু সাদিক কায়েম খাগড়াছড়ি আগমন উপলক্ষে সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি: ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি আবু সাদিক কায়েম খাগড়াছড়িতে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া...

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

হুমায়ুন কবির,কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ২৬ নভেম্বর  বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে...