প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৫, ৯:৩৫ পি.এম
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

ঝিনাইদহের কালীগঞ্জে
২৬ নভেম্বর বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে।
এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি।”
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জিন্নু রাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশীয় গবাদিপশুর জাত সংরক্ষণ ও উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন ব্যবস্থার প্রসার বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে বক্তারা আধুনিক ও বিজ্ঞানভিত্তিক সেবার প্রাপ্যতা বাড়ানোর ওপর জোর দেন। এছাড়া এলডিডিপি (প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প)-এর সহযোগিতায় উপজেলায় গবাদিপশু ব্যবস্থাপনা, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে নানা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
অনুষ্ঠানস্থলে স্থানীয় খামারিদের উদ্ভাবনী কার্যক্রম, দেশীয় জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য ও আধুনিক প্রযুক্তির ৩২ প্রদর্শনী স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। খামারিরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন, আর কর্মকর্তারা মাঠ পর্যায়ে আরও নিবিড় সেবা প্রদানের আশ্বাস দেন।
শেষে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শন করে খামারিদের সম্মাননা প্রদান করা হয়।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।