লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দেশী জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি; আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী–২০২৫ উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে রৌমারী উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান পাইকাড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা কৃষি অফিসার আব্দুল কাইয়ুম চৌধুরী, রৌমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: উম্মে হোসনেআরা
এ উপলক্ষে আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, দেশীয় জাতের উন্নয়ন, দুধ–মাংস–ডিম উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের প্রযুক্তি জ্ঞান সম্প্রসারণ বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানস্থলে গবাদিপশু, হাঁস–মুরগি, দুগ্ধজাত পণ্য ও আধুনিক খামার প্রযুক্তির স্টলও প্রদর্শিত হয়।