
মোঃ মাসুদ আলম ব্যুরো চীফ রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম (৩৪) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া গ্রামের তোজাম্মেল হকের পুত্র।
জানা গেছে, আজ সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে গোদাগাড়ী কসাইপাড়া টার্নিং এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী আব্দুল করিম গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন। তাঁরা আহত আব্দুল করিমকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাত্রি ১০ টা ৩০ মিনিটে
মহিশালবাড়ী গোরস্থানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।



