
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ( ২৩ নভেম্বর) বিকাল ৪ টায় প্রেসক্লাব চত্বরে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার আহ্বায়ক বাসদ নেতা কমরেড হাচিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় নেতা ও যশোর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু,বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা ও সিপিবি যশোর জেলার সভাপতি কমরেড মাহাবুবুর রহমান মঞ্জু,বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার অন্যতম নেতা ও বাসদ নেতা কমরেড আলাউদ্দিন।
সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার অন্যতম নেতা পলাশ বিশ্বাস।
সভায় নেতৃবৃন্দ বলেন, ইউনুস সরকার বন্দর বিদেশীদের নিকট ইজারা দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে। যে সংবিধানের অধীনে শপথ নিয়ে আজ প্রধান উপদেষ্টা। এত হুঙ্কার, ক্ষতার দম্ভ দেখাচ্ছেন সেই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
নির্বাচনের পরিবেশ দেড় বছরেও সৃষ্টি করতে ব্যর্থ। তৌহিদ জনতা ইনক্লাব মঞ্চর নামে মব সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ। তাই ইউনুস সরকার দ্বায়িত্বে থাকা নৈতিক অধিকার হারিয়েছেন।
এখনই তাকে পদত্যাগ করতে হবে। নির্বাচনী সরকার গঠন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।
বক্তারা আরো বলেন চট্টগ্রামের শ্রমিক জনতা পথে নেমেছে বন্দর মোহনা রক্ষা করতে। আমরা বামপন্থীরা নেমেছি।
২৯ নভেম্বর ঢাকায় কনভেনশন ডেকেছি। বৃহত্তর জনগোষ্ঠীকে বন্দর মোহনা রক্ষার আন্দোলনে রাজপথে নামাতে। বন্দর মোহনা জাতীয় সম্পদ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে আমরা বামপন্থীরা আছি। রাজপথ দখলে নিয়ে দেশ বিরোধী চুক্তি বাতিল করতে বাধ্য করবো।



