
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
মনিরামপুর দেবীদাসপুরে পানি ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের নিয়ে অংশগ্রহণ মূলক পানি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কর্মশালা ২ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার দিনব্যাপী দেবীদাসপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বাপাউবো যশোরের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোওালিব এর সভাপতিত্ব এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
একর্মশালায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাপাউবো ঢাকার প্রধান পানি ব্যবস্থাপক আইয়ুব আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপাউবো খুলনার যশোর পানি উন্নয়ন সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিএমআব্দুল মোমিন, যশোর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী।
এছাড়া অন্যনের মধ্যে বক্তব্য রাখেন, মনিরামপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, সম্প্রসারণ উপদর্শক তাপস কুমার সাধক ও ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন জোন এইচ এর সভাপতি আব্দুল গনি মোড়ল, সম্পাদক আসলাম উদ্দিন, সহসভাপ্রতি শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, আব্দুর রসিদ, প্রভাষক রমজান আলী, কোহিনুর নাহার প্রমুখ। এ কর্মশালায় ৬০ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন।



