
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
বাউল সম্রাট আবুল সরকারের দ্রুত মুক্তির দাবিতে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন
মানববন্ধন কর্মসূচি পালন করে।
আজ শনিবার সকাল সাড়ে এগারোটায়
যশোর প্রেসক্লাবের সামনে বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে নেতৃত্ব দেন অ্যাডভোকেট সানোয়ারুল হক দুলু।মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যোগেশ দত্ত, মোস্তাফিজুর রহমান, হাসিবুর রহমান, আনোয়ারুল ইসলাম ও করিম হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আজ আমাদের দেশ এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। মতপ্রকাশের স্বাধীনতা, সংস্কৃতির বিকাশ এবং শিল্পীর নিরাপত্তা সবকিছুই তালিবানি ধাঁচের প্রতিক্রিয়াশীল শক্তির আক্রমণের শিকার। আমরা স্পষ্টভাবে দেখছি একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে বাউলশিল্পী আবুল হোসেনের বক্তব্য বিকৃত করে, খণ্ডিত ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
আবুল হোসেন কোনোভাবেই মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেননি। তিনি মৌলবাদ, কুসংস্কার এবং জনগণকে ভীত-নিয়ন্ত্রিত করে রাখার প্রতিক্রিয়াশীল রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন। আর ঠিক এই সত্য বলার কারণেই তাঁকে টার্গেট করা হচ্ছে। একজন শিল্পীর বক্তব্য বিকৃত করে তাকে আক্রমণের নিশানা বানানো মানে এই দেশের হাজার বছরের অসাম্প্রদায়িক, বৈপ্লবিক লোকায়ত সংস্কৃতিকে আঘাত করা।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাইববাংলাদেশে তালিবানি মানসিকতার উত্থান কোনোভাবেই বরদাস্ত করা হবে না।শিল্পী, লেখক, বাউল, শ্রমিক, কৃষক, সংস্কৃতিমনস্ক মানুষ তাঁরা সবাই জনগণের কণ্ঠস্বর। তাদের ভয় দেখানো মানে জনগণের সংগ্রামী চেতনাকেই দমন করা।
আমরা সরকারের নিকট জোর দাবি জানাই
যারা উদ্দেশ্যমূলকভাবে ভিডিও বিকৃতি করে উস্কানি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।আবুল হোসেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবেনএবং রাষ্ট্রকে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে।



