ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বান্দরবান মানবিক যুব সমাজের নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা কার্যালয়ে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন চেয়ারম্যান অংচিংনু মারমাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন মানবিক যুব সমাজ সচেতন সংঘের কেন্দ্রীয় সভাপতি মংসেউ মারমা।
চেয়ারম্যান অংচিংনু মারমা বলেন, বান্দরবানের দূর্গম এলাকায় মানবিক সেবা জন্য এগিয়ে আসতে হবে যে যার অবস্থান থেকে । তিনি আরো বলেন, আমি সামর্থ্য অনুযায়ী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান সব জাতি ভাইদের সেবা দিয়ে আসছি। মন্দির, মসজিদ, গীর্জাসহ ছোট প্রতিষ্ঠানের জন্য আর্থিক করেছি। তাই মানুষ মানুষের সাথে সেতুবন্ধন দৃঢ় করতে হবে। পাহাড়ে অসহায় গরীবদের সেবা দেয়ার জন্য অনুরোধ জানান সংগঠন নেতাকর্মীদের।
এসময় মানবিক যুব সমাজ বান্দরবান জেলা শাখা কেন্দ্রীয় সহ-সভাপতি হ্লামংসিং মারমা, মানবিক মারমা যুব সমাজ সংগঠনের সিনিয়র সহ সভাপতি অপু মারমা, মাসুই মারমা, নুসে অং মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।