মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর কোতোয়ালি থানার সতীঘাটা ভাটপাড়া মৌজায় স্থাপিত একটি ডিপ টিউবওয়েলের দুইটি ট্রান্সফরমারের তামার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মো. রেজাউল ইসলাম (৪৫)। শুক্রবার (২০ নভেম্বর ২০২৫) তিনি কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে জিডি করেন। জিডির নম্বর—১৮২৭।
জিডিতে রেজাউল ইসলাম উল্লেখ করেন, স্থানীয় ভাটপাড়া মৌজায় গ্রাহক মো. আশরাফ আলী সরদারের নামে স্থাপিত বিদ্যুৎচালিত ওই ডিপ টিউবওয়েলটি তিনি সহ চারজন ইজারার মাধ্যমে পরিচালনা করছেন। টিউবওয়েলটির মিটার নম্বর ২২৪৪৫৮৭৮ এবং গ্রাহক হিসাব নম্বর ১০১০০৮৮১০২৪২০।
তিনি জানান, ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক পিলারে ১০ কেভির মোট তিনটি ট্রান্সফরমার স্থাপন ছিল। গত ১৯ নভেম্বর রাত ১০টার পর থেকে ২০ নভেম্বর সকাল ৭টার মধ্যে অজ্ঞাত চোরেরা তিনটির মধ্যে দুইটি ট্রান্সফরমারের ভেতরের তামার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।
ঘটনার পর তিনি বিষয়টি বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের জানান। তারা নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন।
এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। আবেদনকারী জানান, চুরির বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা থানাকে অবহিত করা হবে।
ডিউটি অফিসার এসআই (নিরস্ত্র) দেবাশীষ হালদার জিডিটি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।