ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
লক্ষীছড়ি উপজেলাধীন জারুছড়ি গ্ৰামের বাসিন্দা এলাকায় জারুছড়ি এলাকায় সকল বাসিন্দা এবং বাবু নির্মল কান্তি চাকমা প্রাধান বিশ্বজগতা মাধ্যমে নবনির্মিত আম্রকানন বৌদ্ধ বিহার উৎসর্গ সহ দান করেন মহান ভিক্ষু সংঘ ফান করে মহান পূন্যানুষ্ঠান সম্পাদন করেন নবনির্মিত বিহার দান , মহান সংঘ দান,বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, হাজার আকাশ প্রদীপ দান করেন প্রধান ধর্মদেশক ছিলেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন উপদেষ্টা ভদন্তঃ ম প্রজ্ঞা জ্যোতি মহাথেরো ভান্তে ,বিশেষ ধর্ম উপস্থিত ছিলেন ভদন্তঃ ধর্মানন্দ মহাথেরো , বিশেষ ভদন্তঃ শিলান্দ মহাথেরো লক্ষীছড়ি বন বিহার আর অন্যান্য ভিক্ষু সংঘ প্রায় চল্লিশ জন বুদ্ধ ভিক্ষু ছিলেন।
আজকে অনেক সুন্দর পরিবেশে বিশ্ব শান্তি সু কামনা বাংলাদেশে আপময় প্রাকৃতিক দুর্যোগ থেকে সকলকে মানব জাতির শোক শান্তি মহান কল্যাণে উদ্দেশ্য মহান পূন্যানুষ্ঠান উদযাপন করেন। সৌজন্যে ঃ বাবু নির্মল কান্তি চাকমা ও পরিবারবর্গ ।