মোঃ রিপন, বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর মানিকচক বন্দর বাজার জামে মসজিদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া সদর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল শেষে গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এবং শহর ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনাও করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া শহর ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শামীম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, আজিজার রহমান, সোহেল প্রাং, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাওন, বিএনপি নেতা রানা মিয়া, সাইফুল ইসলাম, যুবনেতা সাকু, পাশা, বাপ্পি, শ্রমিকনেতা রবিউল ইসলাম রবি এবং অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীসহ মুসল্লীবৃন্দ।
দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম। তিনি তারেক রহমান ও জিয়া পরিবারের সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন।