Thursday, November 20, 2025

সতীঘাটায় বিএনপি নেতার পিতাকে নিঃ”সন্তান দেখিয়ে সম্পত্তির লো”ভে আদালতে মা”মলা

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোরের সতীঘাটায় সম্পত্তির লোভে বিএনপি নেতার পিতাকে নিঃসন্তান দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রতারণামূলক মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিএনপির নেতা গোলাম রব্বানী রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য। গত ৬/৭ বছর ধাঁমাচাপা দিয়ে মামলাটি চলমান ।

সম্প্রতি বিষয়টি জানতে পেরে ওই পরিবারসহ এলাকায় তুলকালাম কান্ড চলছে।
জানাযায়, সদর উপজেলার সতীঘাটা পান্হাপাড়া গ্রামের মৃত আহাম্মদ আলী মুন্সী ওরফে সরদার আহম্মাদ মুন্সীর পূএগন গোলাম সরোয়ার, গোলাম মোস্তফা, ফাতেমা বেগম একত্রে যোগসাজসে যশোর বিজ্ঞ যুগ্ম জেলা জজ একনম্বর আদালতে মামলাটি দায়ের করেন।

রামনগর ইউনিয়নের ২১৫ নম্বর পান্তাপাড়া মৌজায় সর্বমোট ২৮টি দাগে ৬ একর ১৬ শতাংশ জমি নিয়ে মামলাটি হয়। যার মামলা নম্বর- টিএস ৩৫৩/২০১৯ইং।

বর্ণিত মামলায় পান্তাপাড়া গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে আবুল কালাম তার শতাংশে জমিতে স্বত্ব দখল পরিচালনা করে আসা- কালে স্ত্রী সন্তানহীন অবস্থায় চাচাতো ভাই মুন্সী আহাম্মদ আলী সরদারকে পর্চাতে ওয়ারেশ রেখে মৃত্যুবরণ করলে আবুল কালাম ত্যাক্ত শত্বাংশ চাচতো ভাই আহম্মদ আলী সরদার এককভাবে সম্পত্তি প্রাপ্ত হয়।

এছাড়া তিনি ফরহেজগার মৌলভী ও ইমামতী করায় আহম্মাদ আলী সরদার ওরফে মুন্সী হিসাবে পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। যাহা কাল্পনিক বটে ! উল্লেখ্য ২০০৬ ইং সালে আহম্মাদ আলী মুন্সি এবং গত ১৮/০৪/২০১৩ ইং সালে আবুল কালাম মৃত্যুবরণ করেন।

প্রকৃতপক্ষে, গ্রামের মৃত্যু আবুল কালামের ওয়ারেশগন জীবিত রয়েছে। তারা হলেন ; পুএ গোলাম রব্বানী (৫৫), কন্যা জীবননেছা (৫৮) সাইফুন নেছা (৫০) শামছুন্নার ওরফে ছায়া(৪০),স্ত্রী রহিমা বেগম (৭০) বর্তমানে সকলেই জীবিত। কিন্তু বর্ণিত মামলায় তাদেরকে নিঃসন্তান দেখানো হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক বটে।

উল্লেখ্য গোলাম রব্বানী একজন ব্যবসায়ী, জীবননেছা গৃহিনী, সাইফুল নেছা কালীগন্জ মহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষিকা, সামছুন্নাহার ছায়া যশোর নজরুল ইসলাম ডিগ্রি কলেজে কর্মরত।

কিন্তু বাদীপক্ষের প্রতারকদ্বয় গোলাম মোস্তফা একজন হাজী ও সতীঘাটা বাজার জামে মসজিদের সভাপতি বটে !

এদিকে এ মামলার বিষয়ে বাদি গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।

অপরদিকে এ প্রতারণামূলক কর্মকাণ্ডের সুবিচার দাবি করেছেন এলাকার সচেতন মহল।
এ বিষয়ে বিবাদীপক্ষের গোলাম রব্বানী প্রতারকদ্বয়ের বিরুদ্ধে পাল্টা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুর থানা গেট যখন ইঞ্জিন ভ্যান স্টান্ড

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ  ছবিটি একটু দূর হতে দেখলেই মনে হবে এটা মণিরামপুর হইতে ঢাকুরিয়া বা মণিরামপুর টু হোগলাডাংগা বাজারে...

ভারতীয় জলসীমায় অনু প্রবেশের দায়ে গ্রে”প্তার ৭৯ জন বাংলাদেশি ধীবর

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল রাতে ভারতের বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় হলদিয়া কাছে বেআইনি ভাবে ভারতীয় জলসীমায় মাছ...

কালীগঞ্জে মহিলা দলের সমাবেশে ধানের শীষে ভোট  দেওয়ার আহ্বান বিএনপি নেতা হামিদের

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী...

তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ও খাবার বিতরণ

মোঃ রিপন, বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর মানিকচক বন্দর বাজার জামে মসজিদে বিএনপির...