Wednesday, December 17, 2025

সতীঘাটায় বীর বিক্রম মোহাম্মদ উল্লাহর ৫৪তম শাহা’দাৎ বার্ষিকী পালন

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

যশোর সদর উপজেলার সতীঘাটা কামালপুর গ্রামের গর্ব, মহান মুক্তিযুদ্ধে বীরত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী শহীদ মোহাম্মদ উল্লাহ বীর বিক্রম–এর ৫৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৯ নভেম্বর) বাদ আসর কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদে কুরআন তেলাওয়াত, দোয়া এবং তাবারক বিতরণের আয়োজন করে শহীদের পরিবার।

অনুষ্ঠানে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাবিবউল্লাহ মেজবাহ্। দোয়ায় শহীদের পরিবার, এলাকাবাসী, মসজিদের মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা যুদ্ধে অসীম সাহসিকতা, বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে “বীর বিক্রম” খেতাবে ভূষিত করে। শহীদ মোহাম্মদ উল্লাহ মৃত্যুকালে মাত্র ২৬ বছর ৭ মাস ১৮ দিন বয়সী ছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর নেতৃত্বে সংঘটিত যুদ্ধটি “মোহাম্মদপুর যুদ্ধ” নামে পরিচিত।

শহীদের বড় ছেলে শহিদুল ইসলাম (খোকা) বলেন,

আমাদের আবেগ-অনুভূতির এই দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের কাছে আমাদের দাবি—দিনটি জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া, শহীদের নামে রাস্তার নামকরণ এবং প্রধান সড়ক থেকে শহীদের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ করা হোক। এতে পরবর্তী প্রজন্ম শহীদের ত্যাগকে আরও গভীরভাবে জানতে পারবে।

এ সময় পরিবারের সদস্যরা বলেন, শহীদ মোহাম্মদ উল্লাহর মতো দেশপ্রেমিকরা জাতির অনুপ্রেরণা। তাঁর অবদান প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণ এবং জনসাধারণের মাঝে তুলে ধরা জরুরি।

অনুষ্ঠানে বক্তারা শহীদের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে নানা আয়োজনে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে , মাগুরা শ্রীপুরে ১৬ ডিসেম্বর ৫৪ তম মহান বিজয় দিবস...

মহান বিজয় দিবসে কেশবপুর নিউজ ক্লাবের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

ইমরান হোসেন যশোর জেলা প্রতিনিধি:  মহান বিজয় দিবস উপলক্ষ্যে কেশবপুর নিউজ ক্লাবের পক্ষ হতে সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন বিজয়স্তম্ভে...

গোদাগাড়ীতে প্রি-পেইড মিটার বা’তিলের দা’বিতে মানব’বন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ মাসুদ আলম, গোদাগাড়ী (রাজশাহী): রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার...

শ্রীপুরের সম্মিলনী বিদ্যালয়ের একই ব্যাচ ও একই গ্রামের ৩ জন মেডিকেলে চান্স এটাই প্রথম

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দী একই গ্রামের তিনজন ও উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২...