রিপন বগুড়া প্রতিনিধি ঃ
বগুড়া সদর উপজেলা পরিষদ জামে মসজিদে মঙ্গলবার বাদ আছর বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা এবং তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগম কল্পনার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে জিয়া পরিবারসহ সকল অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে দোয়া শেষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।
দোয়া মাহফিল ও গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, বিএনপি নেতা ছামসুল আলম মন্ডল, ফেরদৌস আলম পিলু, আইয়ুব খান, আসাদুল হক টুকু, আকমল হোসেন সজল, এবিএম মিলন, আবু বক্কর সিদ্দিক মাস্টার, আব্দুল হান্নান, এবিএম সিদ্দিক, সাবেক চেয়ারম্যান এসএম রাসেল মামুন, হাসান জাহিদ হেলাল, এখলাস হোসেন মন্ডল, সাজু, জাহাঙ্গীর আরম, আলহাজ্ব আব্দুল বাছেত, জালাল উদ্দিন, আলীউর রেজা, এনামুল হক উকিল, আব্দুল কুদ্দুস, কামাল হোসেন, আবু বক্কর সিদ্দিক রেজা, শাহ মো. বজলুর রশিদ, শাহ আলম জনি, রাজিবুল করিম রাফী, মোফাজ্জল হোসেন মানিক, আল আমিন পেস্তা, আতাউর রহমান মিঠু, আব্দুর রাজ্জাক, মোজাফফর হোসেন, ছামসুল আলম মোল্লাহসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম, সাধারণ সম্পাদক নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক আঞ্জুয়ারা সহিদুল, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলী হাসান, মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি খোকন শেখ, এবং সদর উপজেলা ছাত্রদল নেতা সামিউল ইসলাম লিসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।