
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
আইএফআইসি ব্যাংক নড়াইল শাখার উদ্যোগে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ) বেলা সাড়ে ১১ টায় নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক রায়হান রেজা রাব্বি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রনজিত কুমার মন্ডল। এছাড়াও ব্যাংকের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উৎসবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা, সঞ্চয় অভ্যাস, আর্থিক সচেতনতা ও আধুনিক ব্যাংকিং সেবার নানা দিক তুলে ধরা হয়। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও ইতিবাচক চিন্তা গঠনে উদ্বুদ্ধ করতে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এবং অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।



