
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
মনিরামপুর উপজেলার কুয়াদা অঞ্চলের পাথলিয়া গ্রামের আকবার আলী’র ছেলে রংমিস্ত্রি জাকির হোসেন কে মারপিট করে মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরিবার থেকে জানান, যশোরের মুড়লীর রংমিস্ত্রি জাকির হোসেন কাজ শেষ করে নিজের মোটরসাইকেলে করে বাসায় ফিরতে ছিলেন। শনিবার সন্ধ্যা ৭টার সময় পাথালিয়া দিঘির পাড়ে গেলেই জাকিরকে গতিরোধ করে ৬/৭ জন হেলমেট ও মাক্স পড়া দুর্বৃত্তরা।
মোটরসাইকেল থেকে নামিয়েই তার কাছে নগদ ১২ হাজার টাকা ও মোবাইল নিয়ে মারপিট শুরু করে। জাকিরের উপর হকিস্টিক, জি আই পাইপ, দিয়ে আঘাত করতে থাকলে জাকির কৌশলে সেখান থেকে মোটরসাইকেল ফেলে দৌড়িয়ে গ্রামের ভিতরে ঢুকলেই দুর্বৃত্তরা পালিয়ে যাই।
এ ঘটনায়, রবিবার রাতে মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
এলাকাবাসী জানান, পাথালিয়া গ্রামে মাদকের ছড়াছড়ি মাদক সেবীরা মাদকের টাকা যোগাড় করার জন্যই প্রাই সময় এখানে ছিনতাইয়ের কর্মকান্ড চালিয়ে থাকে।
সন্ধ্যা নামলেই কেউ পাথালিয়া দিঘির পাড়ের রাস্তা দিয়ে যেতে পারেনা। চলে মাদকের মহাউৎসব। গ্রামের কিছু মাদক সেবীরাই এর সঙ্গে জড়িত।



