সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
একটাই লক্ষ "হতে হবে দক্ষ" কারিগরি শিক্ষা গ্রহণ করি" নিজের জীবন নিজে গড়ি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কতৃক ও (এডিবি) ব্যাংক পরিচালিত নড়াইল লোহাগড়ায় সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের আয়োজন ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর (রবিবার) সকাল এগারোটার দিকে মাও: বব্দুর রব ফারুকীর সভাপতিত্বে লোহাগড়া উপজেলার লোহাগড়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর কার্যালয়ে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এ-সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার এম এ ওহাব, (ভাইস প্রেসিডেন্ট) বাংলাদেশ অ্যাসোসিয়েশন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু আনাস মো: নাসের,ডিপুটি জেনারেল ম্যানেজার জোনাল অফিস লক্ষিপাশা। মো: শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ লোহাগড়া থানা, সালমা আক্তা লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এসএম হায়াতুজ্জামান প্রধান শিক্ষক লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ সোহাগ উজ্জামান স্টেশন অফিসার লোহাগড়া ফায়ার সার্ভিস, গিয়াস উদ্দিন গালিব উদ্যোক্তা লোহাগড়া,
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চিফ এডভাইজার ইঞ্জি: মো: কালাম হোসেন, আয়োজনে ছিলেন খন্দকার সাজ্জাদ হোসেন, পরিচালক লোহাগড়ায় সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট।
প্রধান আলোচক ইঞ্জি: সৈয়দ আনিসুর রহমান সভাপতি বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক অনার্স এসোসিয়েশন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান ট্রেনিং নিতে আসা অনেক শিক্ষার্থী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।