মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
সারাদেশে চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে কুয়াদায় রামনগর ইউনিয়নে ৭, ৮, ৯ ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪ টার সময় কুয়াদা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সারাদেশে যানবাহনে অগ্নিসংযোগসহ নৈরাজ্য ও সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী ও দোসররা।
বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দাঁত ভাঙা জবাব দেবে। রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, যুব দলের যুগ্ম আহবায়ক মাজারুল ইসলাম রাজিব, আলমগীর হোসেন আলম, রামনগর রামনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজ মোল্লা, মোস্তাফিজুর রহমান টগর,মাহসুদুর রহমান শামিম, নাসির উদ্দীন টনি। আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন সরদার, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান ডালিম, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, ৮ নং ওয়ার্ডে সভাপতি ডাঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, ৯ নং ওয়ার্ডে সাংগঠনিক সম্পাদক আকবার হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।