লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রৌমারীতে বাড়ি থেকে বের হওয়া রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় মোছা. রাশেদা খাতুন (৩০)কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মজনু মিয়ার বিরুদ্ধে।এঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত পরিবার।
শনিবার (১১ নভেম্বর) সকাল ৯ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ মাস্টার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত জের ধরে মো. আবুল হোসেন মোল্লা এর বাড়ি থেকে বের হওয়া রাস্তাটি একই গ্রামের মজনু ও তার পরিবারের লোকজন বন্ধ করে দেওয়ার চেষ্টা করে।
এসময় বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় আবুল হোসেন মোল্লার স্ত্রী রাশেদা খাতুন তাদেরকে রাস্তা বন্ধ করতে বাধা সৃষ্টি করে। এতে উভয় পক্ষে বাকবিতন্ডতার এক পর্যায়ে মজনু সহ তার লোকজন রাশেদাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন আহতকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সে বর্তমানে চিকিৎসাধীনে রয়েছেন।
এ ঘটনায় আবুল হোসেন মোল্লা বাদী হয়ে মজনু সহ ৫ জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মজনু মিয়া মারপিটের বিষয়টি অস্বীকার করেন।রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।