রাশেদ রেজা বিশেষ প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার চক্রবর্তী এর বিদায় উপলক্ষে সিমাখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আজ সোমবার ১০ই নভেম্বর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সায়েম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সহকারী শিক্ষা অফিসার জনাব আবু হেনা মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ হেনায়ারা খানম, উপজেলা শিক্ষা অফিসার শালিখা।
অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন ও সহকারী শিক্ষক সোহানুর রহমান (সোহান স্যারের) সঞ্চালনায় প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুল গফফার মোল্যা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকগণ ও অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক অরুন কুমার চক্রবর্তীর শিক্ষকতা জীবনের নানান সফলতা নিয়ে বক্তব্য প্রদান করেন এছাড়াও বিদায়ী প্রধান শিক্ষক অরুণ কুমার চক্রবর্তী বক্তব্যকালে একটি হৃদয়বিদারক দৃশ্য তথা অশ্রুসিক্ত পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রিয় শিক্ষককে প্রাক্তন শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা বিদায়ী উপঢৌকন সহ ফুলেল শুভেচ্ছা মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।।