
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
খেলাধুলা ও সংগীত রক্ষায় “খেলাধুলা ও সংস্কৃতি দীর্ঘজীবী হোক, জেগে উঠুক সৃজনশীল বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে
প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে যশোরে ক্রীড়াবিদদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের পদকজয়ী খেলোয়াড়রা—রোজা রূপা, সুমাইয়া শিকদার ইলা (আন্তর্জাতিক জুডো খেলোয়াড়, রুপা পদকজয়ী), ইয়াসমিন আক্তার (জাতীয় মহিলা ফুটবলার), এন্ড্রা টনিক, আশিকুল ইসলাম, ইলিয়াস হোসেন (আন্তর্জাতিক ফুটবলার ও কোচ), আতিকুল ইসলাম, ইসমাইল হোসেন (আন্তর্জাতিক কোচ), ফারহান আহমেদ ও ফাহাদ হোসেন।
বক্তারা বলেন, সংগীত ও খেলাধুলা শিশুদের মানসিক, শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের অপরিহার্য অংশ। এই পদ বাতিল শিক্ষার মান ও শিশুদের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে।
প্রায় এক ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে যবিপ্রবি ছাত্রছাত্রী প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুজন সরকার।
বক্তারা সংগীত ও শারীরিক শিক্ষকের পদ পুনর্বহাল এবং শিক্ষায় খেলাধুলা ও সংস্কৃতিচর্চাকে বাধ্যতামূলক করার দাবি জানান।



