
মোঃ শাহারুল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি সুধী সমাবেশ করেছেন। সুধী সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক ও দলের প্রবীণ নেতা কর্মিরা।
শনিবার (৮ নভেম্বর) বিকালে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাঠি নিজ গ্রামে মফিকুল হাসান তৃপ্তির বাসভবনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাগাআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় তার বক্তব্যে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমার দল আমাকে অনেকবারই ধানের শীষের কান্ডারী হিসেবে আমাকে নমিনেশন দিয়েছে এবং আমি এমপিও হয়েছি। এবার যদি আমি আপনাদের সকলের দোয়ায় এমপি হতে পারি, আমি বয়স্কদের ও প্রতিবন্ধীদের ভাতা, বেকারদের বেকারত্ব চাকরির ব্যবস্থা, শিক্ষা খাতে উন্নয়ন, মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাসী মুক্ত দেশ গড়াবো এই ওয়াদা করছি।
এ সময় বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ। বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা,আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান
আরো উপস্থিত ছিলেন,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সহসভাপতি ইমাম হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন,সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন,যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বিএনপি নেতা আব্দুর রশিদ,মাষ্টার বজলুল রহমানসহ,প্রমুখ।
সুধী সমাবেশ শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও ধানের শীষের বিজয় লক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



