
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে’র সতীঘাটায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৭ নভেম্বর) বাদ আসর সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটি রামনগর ইউনিয়নের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দড়াটানা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হামিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।
বিশেষ আলোচক ছিলেন, দারুল আরকাম মাদ্রাসার নায়েবে মুহতামিম ও মহাদ্দিস মুফতি উবায়দুল্লাহ শাকির। দোহাখোলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল্লাহ হাবিবী। মাহফিলে ইসলামী সংগীত ও গজল পরিবেশন করা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আগত মুসল্লিবৃন্দ ও এলাকার নারী-পুরুষেরা এই মাহফিলে অংশ গ্রহণ করেন।



